মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিকে খাতা বা উত্তরপত্র মূল্যায়ন ও রেজাল্ট তৈরির কাজ শেষ। এখন শুধু অপেক্ষা শিক্ষা দফতরের সবুজ সংকেতের। মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানালেন, আগামী ১০ দিনের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে।
মঙ্গলবার রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রাত্য। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, যাবতীয় প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ করে দেওয়া হবে। দু’তিন দিনের মধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেবে মধ্যশিক্ষা পর্ষদ।
সব ঠিকঠাক থাকলে মে মাসের তৃতীয় সপ্তাহেই ফল বের হওয়ার কথা মাধ্যমিকের। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর কথায়, সেই সম্ভাবনাই আরও দৃঢ় হল। অর্থাৎ আগামী সপ্তাহেই মাধ্যমিকের রেজাল্ট বের হতে পারে।
প্রসঙ্গত, মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া ৫ পর্যায়ে সম্পন্ন হয়— খাতা দেখা থেকে শুরু করে যাচাইকরণ করে রেজাল্ট তৈরি। তারপর অনলাইনে সেই রেজাল্ট আপডেট করাও একটা বড় কাজ। পর্ষদ সূত্রে খবর, সেই সব প্রক্রিয়াই সম্পন্ন হয়ে গেছে।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ৪ মার্চ পরীক্ষা শেষ হয়। এবারের মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য ১১৫৩ জন প্রধান পরীক্ষক ও ৪১ হাজার পরীক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যান্য বারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কম।