দেশ ব্রেকিং নিউজ

কবে খুলছে পুরীর মন্দিরের দরজা?

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল জগন্নাথ মন্দির। ফের খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির। তবে প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ জারি থাকবে বলে মনে করা হচ্ছে।যদিও এখনও পর্যন্ত  কী কী নিয়ম মানতে হবে, সেই বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয় নি।

জানা গেছে, ফেব্রুয়ারির মাসের প্রথম দিন থেকেই মন্দির প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। তবে প্রতি সপ্তাহে রবিবার স্যানিটাইজেশন করার জন্য বন্ধ থাকবে মন্দির। প্রবেশের ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে, তা পরে বিস্তারিত জানান হবে।

করোনা আবহে, ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ হয়ে যায় পুরীর জগন্নাথ মন্দির। আনলক পর্বে ধীরে ধীরে দেশের অন্যান্য মন্দির খুললেও পুরীর জগন্নাথ মন্দির বন্ধই ছিল। করোনা কালে পুরীর রথযাত্রায়  জমায়েত একেবারে নিষিদ্ধ হয়ে যায়। শুধুমাত্র প্রথা মেনে দিনটি পালন করা হয়। একটানা ৯ মাস মন্দির বন্ধ থাকার পর ডিসেম্বরে করোনা বিধি মেনে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় পুরীর মন্দিরের দরজা।কিন্তু মন্দির খুলতেই জানুয়ারি মাসে মন্দির প্রশাসনের সদস্য থেকে সাধারণ সেবক, অনেকেই করোনায় আক্রান্ত হন। ফলে  আবারো  বন্ধ হয়ে যায় মন্দির। জানুয়ারি মা্সের ১০ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া নেয় মন্দির কতৃপক্ষ।

করোনা পরিস্থিতিতে মন্দির খোলা নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিলেন কমিটির সদস্যরা। সেই বৈঠকেই ঠিক হয় ১ ফেব্রুয়ারি থেকে খুলবে মন্দিরের দরজা।