ব্রেকিং নিউজ রাজ্য

রাজ্যে কবে থেকে বৃষ্টি?

শনিবার থেকেই রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবুও ভ্যাপসা গরম কাটছে না। ফলে নাজেহাল রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবারেও রাজ্যের প্রতিটা জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তি বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তার সঙ্গে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। বাড়বে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী দুদিন চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাব একটু বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি,কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। এর মধ্যে আগামী দুদিন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের অন্য সব জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর উড়িষ্যার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া নেপাল থেকে ঝাড়খন্ড পর্যন্ত আরেকটি নিম্নচাপ অক্ষরেখা । এর ফলে আশঙ্কা করা হচ্ছে তাপমাত্রা আরও বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সেক্ষেত্রে প্রবল দাবদাহে নাজেহাল হতে হবে রাজ্যবাসীকে।