বিনোদন রাজ্য

কবে থেকে শুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব?

করোনার বাড়বাড়ন্তের কারণে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। বর্তমানে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আর সে কারণেই আবারো দিন ঘোষণা করা হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উত্‍সব। শেষ হবে ১ মে। সত্যজিত্‍ রায়ের জন্ম শতবর্ষপূর্তির ঠিক এক দিন আগেই শেষ হবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উত্‍সব। সূত্রের খবর মারফত জানা গিয়েছে, নবান্নে নয়, নজরুল মঞ্চেই আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারী থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উত্‍সবের। শেষ হওয়ার কথা ছিল ১৪ জানুয়ারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছিলেন সীমিত পরিসরে উৎসবের কথা। ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক বৈঠকেরও। কিন্তু সেই মুহূর্তে বাঁধনছাড়া হয়ে ওঠে মারণ ভাইরাস। উত্‍সব শুরু হওয়ার দিন কয়েক আগেই সস্ত্রীক করোনা আক্রান্ত হন রাজ, পরমব্রত সহ টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এরপরই উদ্যোক্তাদের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে স্থগিত করে দেওয়া হয় চলচ্চিত্র উৎসব। তারপর বেশ কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পৃথিবী। তবে সিনে প্রেমীদের জন্য সুখবর এই যে অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

সদ্য বইমেলা শেষ হয়েছে। এবার রেকর্ড বই বিক্রি হয়েছে বইমেলায়। আর এবার দেশ বিদেশের নানা ধরনের ছবির পসরা সাজিয়ে হাজির হতে চলেছে চলচ্চিত্র উত্‍সব।