ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ভারতে আজ শুক্রবার থেকে পেমেন্ট সেবা চালু করেছে। এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপ। দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমতি পাওয়ার পর এ সেবা চালু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার। দু’বছর ধরে সীমিত আকারে হোয়াটসঅ্যাপ পেমেন্ট নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এত দিন প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় ছিল।
হোয়াটসঅ্যাপ ভারতের পাঁচটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে, যার মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও জিও পেমেন্টস ব্যাংক রয়েছে।
গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বলেছে, শুরুতে দুই কোটি মানুষ হোয়াটসঅ্যাপ পেমেন্ট সেবা পাবেন। ভারতের সব পেমেন্ট সেবাদাতা এনপিসিআইয়ের ইউপিআই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে অর্থ স্থানান্তর, বিল পরিশোধ বা ফোন রিচার্জের মতো কাজ করতে পারেন। গুগল, ফোনপে, পেটিএমের সঙ্গে হোয়াটসঅ্যাপকে প্রতিযোগিতা করতে হবে।