বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

এবার আরও একটি ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে।নতুন ফিচারটি নিয়ে ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ।

জানা গেছে,ফেসবুক প্রোফাইলে যেমন কভার ছবি সেট করা যায়, হোয়াটসঅ্যাপেও একইভাবে রাখা যাবে কভার ছবি। এটি আপাতত বিজনেস অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে।এক্ষেত্রে একটি নতুন ক্যামেরা বাটনও যুক্ত করা যাবে।এর মাধ্যমে নতুন ছবি তুলে তা কভারে সেট করে দেওয়া যাবে।এছাড়া মোবাইলের ফটো গ্যালারি থেকেও ছবি সিলেক্ট করা যাবে।

কোনও সংস্থা কভারে নিজের কোম্পানির নাম,লোগো ইত্যাদি ব্যবহারের সুবিধা পাবেন।হোয়াটসঅ্যাপের ক্যাটালগকে অধিক আকর্ষণীয় করে তোলার জন্যেই মূলত এমন ভাবনা। প্রথমে আইওএস বিজনেস অ্যাকাউন্ট ইউজাররা এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন। পরবর্তীতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও পাবে এই ফিচারের সুবিধা।

মেসেজিং অ্যাপ হিসেবে বর্তমানে এগিয়ে হোয়াটসঅ্যাপ।নতুন ফিচার অ্যাপটিকে কতোটা আকর্ষণীয় করে তোলে সেটাই এখন দেখার।