বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

Whatsapp নিয়ে এল নতুন ফিচার, এবার করতে পারবেন শপিংও

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ (Whatsapp)। আর এই জনপ্রিয়তা ধরে রাখতে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন রকম নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে গ্রাহকদের জন্য। এবার আনা হল আরেকটি আকর্ষণীয় ফিচার। একটি রিপোর্টে বলা হয়েছে, এবার হোয়াটসঅ্য়াপে কালেকশন ফিচার যুক্ত করা হয়েছে। এই ফিচারের সাহায্য়ে হোয়াটসঅ্যাপ থেকে ক্যাটেগরির হিসেবে শপিং করতে পারবেন গ্রাহকরা। যারা অনলাইনে শপিং করতে ভালোবাসেন তাঁদের কাছে এটা হাতে চাঁদ পাওয়ার মতোই।
হোয়াটসঅ্যাপ সূত্রে জানা যাচ্ছে, তাঁদের বিজনেস অ্যাকাউন্ট হোল্ডাররা এবার তাঁদের প্রোডাক্ট বা সামগ্রীর ক্যাটালগ যুক্ত করতে পারবেন। ফলে ক্যাটাগরি হিসেবে গ্রাহকরা নিজেদের পছন্দের জিনিসপত্র সহজেই খুঁজে পাবেন। এবার থেকে তাঁদের সমস্ত আইটেম আর স্ক্রল করতে হবে না। ফলে আপনার যদি হোয়াটসঅ্যাপে বিজনেজ অ্য়াকাউন্ট থাকে তবে আপনি সহজেই কয়েকটি স্টেপ ফলো করে নিজেদের কালেকশন তৈরি করতে পারবেন। এরজন্য আপনাকে অ্যাপের উপেরর দিকে ডানদিকে তিনটি ডট-এ ক্লিক করতে হবে। সেখানেই আপনার বিজনেজ টুল দেখাবে। সেটাতে ক্লিক করলেই আপনি ক্যাটালগ অপশন পাবেন। এই অপশন ক্লিক করে আপনি অ্যাড নিউ কালেকশনে নিজের সামগ্রী যুক্ত করবেন। এতে কাস্টমারদের জন্য মাল্টিপল আইটেমের কেনাকাটার সুবিধা পাবেন।