আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

জন্মাষ্টমীতে দিনভর কেমন থাকবে আবহাওয়া? জানাল হওয়া অফিস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই নিম্নচাপের জেরে সপ্তাহের শুরু থেকেই কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় দিনভর তুমুল দুর্যোগের পূর্বাভাস রয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে সামান্য হাওয়া বদল হতে পারে। এছাড়া সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে এই বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। যদিও গত কয়েকদিন ধরেই দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। ভ্যাপসা গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

এদিন সকাল থেকেই আকাশ মূলত পরিষ্কার। কলকাতা ও তার আশপাশের এলাকায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি,পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।