রাজ্য লিড নিউজ

আজ শাহ কি কি করবেন?

বাংলায় ২ দিনের সফরে এসেছেন অমিত শাহ। আজ, শুক্রবার তার দ্বিতীয় দিন। বিধানসভা ভোটের পর এই প্রথম রাজ্যে অমিত শাহ। স্বাভবতই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।

আজ, শুক্রবার শাহের গন্তব্য কোচবিহার। সেখানে তিন বিঘা করিডরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান সেরে দুপুরেই ফিরবেন কলকাতায়। এরপর কলকাতায় দলের রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির চাণক্য ‘শাহ’। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান যোগ দেবেন তিনি। শুক্রবার রাতেই দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা অমিত শাহের।

তবে শাহের সফরসূচি কিছুটা পরিবর্তন হয়েছে বলেই সূত্র মারফৎ জানা গেছে। সেখানেও রয়েছে চমক। শাহ জানিয়েছেন আজ, শুক্রবার সন্ধ্যেবেলা তিনি যেতে পারেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সেখানেই সারবেন নৈশভোজ। তবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সৌরভকে বলো রসগোল্লা, দই কিনে দিতে। বাংলার এই জিনিসগুলো ভালো।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন অমিত শাহ। সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে যান উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সীমান্তরক্ষী বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর হরিদাসপুর এ যাদুঘরের শিলান্যাস করেন। তারপর বিজেপি নেতৃত্ব দের সঙ্গে ছোট বৈঠক সেরে দুপুরে নদিয়ার কল্যাণীতে বিএসএফের আরেকটি কর্মসূচিতে যোগ দেন তিনি। কল্যাণী থেকে কলকাতায় ফিরে পরের গন্তব্য শিলিগুড়ি। শিলিগুড়ির রেল ময়দানে জনসভা করেন। এরপর শিলিগুড়িতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জনজাতি গোষ্ঠীর সঙ্গে বৈঠক সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ