দেশ ব্রেকিং নিউজ

সংসদে শীতকালীন অধিবেশনে তৃণমূলের স্ট্র্যাটেজি কী হবে ? বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

শীতকালীন অধিবেশনে সংসদে দলের অবস্থান নির্ধারণে সাংসদদের নিয়ে স্ট্র্যাটেজি বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লিতে বুধবার এই বৈঠকে উপস্থিত থাকবার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

সূত্রের খবর, আসন্ন সংসদের অধিবেশনে জনস্বার্থ সম্পর্কিত কোন কোন বিষয়গুলিকে আরও গুরুত্ব সহকারে তুলে ধরা হবে সেটার পাঠ সাংসদদের দেবেন তৃণমূল নেত্রী। দু’দিন আগে নবান্নে গিয়ে এই বিষয়ে কথা বলেও এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই এই দু’জনের উপস্থিতিতে সাংসদদের নিয়ে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, সংসদের শীতকালীন অধিবেশনে দলীয় কর্মসূচি কী হবে, সাংসদরা কোন ইস্যুগুলিতে সরব হবেন, তা ঠিক করে দিতে পারেন মমতা।

উল্লেখ্য, বুধবার অর্থাৎ আজ থেকেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।