আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

সপ্তমীর দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

সপ্তমীর দিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? শোনাল হওয়া অফিস। শুক্রবারের মত শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ রোদ ঝলমলে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। বঙ্গে ধীরে ধীরে আদ্রতাজনিত অস্বস্তি কমবে। নবমী পর্যন্ত মেঘমুক্ত থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। তবে, আগামী ২৪ ঘণ্টায় আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে অতিভারী নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২১ অক্টোবর নিম্নচাপ গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও এই নিম্নচাপের কোনো প্রভাব বাংলার ওপর পড়বে না। কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নবমীর দিন তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। দশমীর আগে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পুজোয় শুষ্ক আবহাওয়া থাকবে।

সূত্রের খবর, ষষ্ঠীর দিনের মত সপ্তমীতেও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা সহ বঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশ কমছে। হিমালয় সংলগ্ন পার্বত্য পশ্চিমবঙ্গের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। অষ্টমী পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ মুলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে দশমীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দশমীতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি হতে পারে। পুজোর মুখে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমায় ভ্যাপসা গরমও কিছুটা কমবে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই