বর্ষাকালে এবং শীত কালে ভীষণ ভাবে চুলের সমস্যা হয়। তাই চুলকে বিশেষ ভাবে যত্ন করা দরকার। ঘরোয়া যত্নের পাশাপাশি চুলকে বাইরের দূষণ, ধুলো, কেমিকাল যুক্ত প্রোডাক্ট থেকে ভালো রাখতে যত্ন করার জন্য এখন এসে গেছে এক নতুন কনসেপ্ট যার নাম হেয়ার স্পা।
এই হেয়ার স্পা চুলের জন্য খুবই কার্যকরী। আমাদের শরীরের যেমন প্রোটিন দরকার। তেমনই চুলেরও প্রোটিন দরকার। প্রোটিনের অভাবেই চুল পরে। আর এই চুল পরা রোধে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে হেয়ার স্পা খুবই কার্যকরী।
প্রাণহীন চুলকে প্রাণোচ্ছল সুন্দর করতে গেলে দরকার হেয়ার স্পা। চুলকে চকচকে ও বাউন্সি করতে, সিল্কি বানাতে হেয়ার স্পা যথেষ্ট কার্যকরী। অতিরিক্ত খুশকির ফলে চুলের গ্রোথ কমে যায়। তার ফলে অকালে চুল ঝরে যায়। এই সমস্যা থেকে মুক্তি দিতে হেয়ার স্পা কার্যকরী।
রুক্ষ হয়ে যাওয়া চুলকে কন্ডিশনিং করে, চুলকে পুষ্টি যোগায় হেয়ার স্পা। এটি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। স্ক্যাল্পের নার্ভগুলিকে মজবুত করে। চুলের গোঁড়াও শক্ত করে। ফেটে যাওয়া, বা নিষ্প্রাণ চুল সবই নিয়ন্ত্রণ করা যায় হেয়ার স্পা-র মাধ্যমে। চুলের আগা ফাটা নিয়ন্ত্রণ করে, চুলে পুষ্টি জাগিয়ে চুল পরাও কমায়।