ব্রেকিং নিউজ লাইফস্টাইল

চুলের তৈলাক্তভাব দূর করতে কি করবেন?

সারাদিন রোদে, ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। বাইরে ঘুরে কাজ করলে চুলের ওপর তাপ ও দূষণের ব্যাপক প্রভাব পড়ে। ফলে চুল তৈলাক্ত হয়ে যায়। যার কারণে চুল পড়ার সমস্যা বাড়তেই থাকে। দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে তৈলাক্ত চুলের যত্ন নেবেন-

• একদিন অন্তর শ্যাম্পু করুন:

চিকিৎসকরা বলেন,সাধারণত সপ্তাহে দুদিন অন্তর শ্যাম্পু করলেই ভালো থাকে চুল। শ্যাম্পু করার পর বেশি করে জল দিয়ে চুল ধুয়ে নেওয়া উচিত। কন্ডিশনার ব্যবহার না করাই ভাল। এতে চুল বেশি তৈলাক্ত হয়ে পড়ে।

• ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন:

রোজকার ব্যস্ত জীবনে সময়ের অভাবে রোজ শ্যাম্পু করার সময় পাননা অনেকেই।ফলে চুল বেশি মাত্রায় তৈলাক্ত হয়ে পরে।বাজারে অনেক উন্নত ধরনের ড্রাই শ্যাম্পু পাওয়া যায়।তাই চুলের তৈলাক্ততা দূর করতে আজ থেকেই ড্রাই শ্যাম্পু ব্যবহার শুরু করুন।

• বাড়িতে তৈরি করুন ঘরোয়া মাস্ক:

চুলের পরিচর্যা করতে অনেকেই বাড়িতে বানিয়ে নেন মাস্ক।তবে সঠিক কয়েকটি উপাদান দিয়ে তা বানালে চুলের তৈলাক্ত ভাব সহজেই দূর হবে। চুলে তেলের পরিমাণও নিয়ন্ত্রণে থাকবে। চুলের মাস্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন অ্যালভেরা,লেবুর রস, আপেল সিডার ভিনিগার,চায়ের লিকার,মধু,কলা। এই উপাদানগুলি চুলের অন্যান্য সমস্যারও সমাধান করে।