লাইফস্টাইল

পা ফাটা দূর করতে কি করবেন?

পা যদি সুন্দর না হয় যতই দামি বা সুন্দর জুতো পরা হোক না কেনো দেখতে ভালো লাগে না। সুন্দর পা বলতে মসৃণ ও কোমল পা’কে বোঝায়। আর পা ফাটা নষ্ট করে দেয় পায়ের সৌন্দর্য। চলুন দেখে নিই পা ফাটা দূর করতে কি করবেন-

১। সপ্তাহে দুদিন গরম জলে নুন ও লেবু মিশিয়ে তাতে ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এরপর আলতোভাবে পা স্ক্রাব করে নিন।

২। পা স্ক্রাব করার পরে এতে ফুট ক্রিম ব্যবহার করুন। ত্বক বেশি শুষ্ক হলে এর জন্য তৈরি করা বিশেষ ধরনের ক্রিম ব্যবহার করুন। এটা সাধারণ মুখের ক্রিমের তুলনায় বেশি ঘন হয়। প্রতিদিন রাতে ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়।

৩। পা মালিশ করা হলে তা পায়ের শুষ্কতা, ফাটা এমনকি পায়ের অন্যান্য সমস্যা ও দুর্বলতা দূর করে। পায়ে নারকোল তেল, ঘি, কাঠ-বাদাম বা তিসির তেল মালিশ করুন, এতে পায়ের আর্দ্রতা বজায় থাকে।

৪। এরপরেও যদি পায়ে ফাটাভাব দেখা দেয় তাহলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন, যা পাটা ফাটা দূর করতে চমৎকার কাজ করে।