অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে বা অন্যমনষ্ক হয়ে রান্নায় নুন, লঙ্কা বা মসলা বেশি পড়ে যায়। কয়েকটি টিপস জেনে রাখলে এ ধরনের ভুল শুধরে নেওয়া যাবে সহজেই।
- খাবারে নুন বেশি পড়ে গেলে আলু টুকরো করে ছড়িয়ে দিন। পরিবেশন করার আগে সেটি তুলে নিন। আলু, ডাল-সবজি বা স্যুপের অতিরিক্ত নুন শুষে নেবে এবং খাবারের স্বাদও খারাপ করবে না।
- লেবুর রস ছড়িয়ে দিলেও মুক্তি মিলবে অতিরিক্ত নুন থেকে।
- তরকারি অনুযায়ী দিতে পারেন টক দই। অতিরিক্ত নুন ও ঝাল টেনে নেবে এটি।
- নুন এবং লঙ্কা বেশি হয়ে গেলে গ্রেভি জাতীয় সবজি বা ডালে আটার লেচি তৈরি করে দিয়ে দিন। কিছুক্ষণ পরে এটি তুলে নিয়ে পরিবেশন করুন।
- মসলা বেশি পড়ে গেলে যে খাবারটি আপনি বানাচ্ছেন সেই খাবারের মূল উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে দিন। যেমন যদি চিকেন বা সবজির কিছু তৈরি করেন, তবে এতে আপনি আরও বেশি চিকেন বা সবজি দিয়ে দিন। এতে করে খাবারে মসলার পরিমাণ ঠিক হবে।