নেমেছে রাজ্যের তাপমাত্রা। বৃষ্টিপাত না হলেও সারাদিন বইতে থাকা উত্তর ও উত্তর পশ্চিম হাওয়ার প্রভাবে শীতের অনুভূতি প্রকট। রাজ্যের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা সেই অর্থে না থাকলেও সপ্তাহের মাঝখান থেকেই আবার শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা।
আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রধানত পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী ২১ তারিখ দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে ২২ তারিখ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে এই দুদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রার এখন বিশেষ কোনো পরিবর্তন নেই তবে দুদিন পর থেকে রাতের তাপমাত্রা বাড়বে অর্থাৎ শীত কমবে।
কলকাতার ক্ষেত্রে আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘন্টায় শুষ্ক আবহাওয়া থাকবে। ২০ তারিখ দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি কোচবিহার এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দুই বঙ্গেই বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ।
এখন জাঁকিয়ে শীত পড়ার কোন সম্ভাবনা নেই । এই বৃষ্টির কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা । ফলে হাওয়ার গতিপথ পরিবর্তন সাথে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার প্রভাবেই ভিজবে বাংলা।