ঘুষকাণ্ডে এবার মুখ খুললেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েল্স। বৃহস্পতিবার ফক্স ন্যাশন নামের এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্ন তারকা স্টর্মি বলেন,‘ট্রাম্প যা করেছে,তাতে ওঁর সত্যি জেল হওয়া উচিত নয়। বাকি সাধারণ কাজের মতোই একটা সাধারণ কাজ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে আমাকে আদালত ডাকলে অবশ্যই হাজিরা দেব। কিন্তু, ট্রাম্পের কোনও ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই।’
উল্লেখ্য, কোনও বড়সড় বিষয় চেপে যাওয়ার জন্য ঘুষের টাকাকেই মূলত এভাবে বলা হয়ে থাকে। সোমবার মামলার শুনানিতে রবার্ট কাস্টেলো নামে এক সাক্ষী আদালতে জানিয়েছেন ট্রাম্পের ফিক্সার মাইকেল কোহেন, স্টরমি ড্যানিয়েলসকে ওই ঘুষের টাকা দিয়েছেন। ওই সাক্ষ্য দেওয়ার পরই ট্রাম্প ধুয়ো তুলেছেন তাঁকে গ্রেফতার করা হতে পারে। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। ইতিহাস বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন প্রেসিডেন্টকে গ্রেফতারির মুখে পড়তে হল।
প্রসঙ্গত,২০১৬ সালে পর্নস্টার ড্যানিয়েলস একাধিক সংবাদমাধ্যমকে তাঁর সঙ্গে ট্রাম্পের ২০০৬ সালের যৌন সম্পর্কের কথা জানান। অভিযোগ, সেইসময় স্টর্মির মুখ বন্ধ রাখার জন্য নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লক্ষ ৩০ হাজার ডলার ‘ঘুষ’ দেন ট্রাম্প। এই বিপুল পরিমাণ অর্থ কোহেনের আইনি পারিশ্রমিক হিসেবে নথিভুক্ত করে প্রকৃত তথ্য গোপন করার অভিযোগ ওঠে।