বিনোদন ব্রেকিং নিউজ

প্রেমিকের জন্মদিনে কি বার্তা দিলেন শ্রুতি

ত্রিনয়নী’ সিরিয়ালের সেটেই স্বর্ণেন্দুর সঙ্গে আলাপ শ্রুতির। সেখান থেকেই শুরু প্রেম। ত্রিনয়নীর পরিচালক ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। স্বর্ণেন্দু বয়সে শ্রুতির চেয়ে ১৫ বছরের বড়। তবে দুজনের বয়সের ফারাক নিয়ে দুই পরিবারের দিক থেকেও আপত্তি থাকলেও শ্রুতির ভালবাসার কাছে তা ধোপে টেকেনি।

নিজের থেকে বয়সে বড় স্বর্ণেন্দুকে ভালবেসে, একবার নয়, বারবার সমালোচনার মুখে পড়েছেন শ্রুতি। ট্রোলড হয়েছেন। কিন্তু পিছিয়ে আসেন নি। যেখানে রোজ নিত্যনতুন বিচ্ছেদের খবর আসে প্রকাশ্যে সেখানে এক অসম বয়সী প্রেম এগিয়ে চলছে নিজের গতিতে।

শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দারের প্রেমটাও ঠিক এমনই। নিজের প্রথম সিরিয়াল ত্রিনয়নীর পরিচালকের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী শ্রুতি। শ্রুতির বয়স এখন ২৫। প্রায় ১৫ বছরের বড় প্রেমিকের জন্মদিনে প্রেমিকের সঙ্গে একটি মিষ্টি ভিডিও শেয়ার করে সরাসরি সমালোচকদের উদ্দেশ্যে বার্তা দিলেন শ্রুতি। ক‍্যাপশনে অভিনেত্রি লিখেছেন, ‘বয়স শুধুই একটা সংখ‍্যা মাত্র। সঙ্গীর বয়স ৪০-র কাছাকাছি তবুও আমি তাকে নিয়ে গর্বিত। ও কখনও আমার প্রিয় বন্ধু, কখনও শিক্ষক, আবার কখনও আমার গাইড, আমার প্রেমিক, আমার বর আবার আমার সন্তানও! ওর থেকে ভালোবাসা পেতে ভালবাসি। সমস্ত সমালোচনার বিরুদ্ধে গিয়ে স্বর্ণেন্দু আমি তোমায় ভালোবাসি।’

গত বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁদের। কিন্তু করোনার জন‍্য তা হয়ে ওঠে নি। অভিনেত্রী জানান, হয়তো দু-এক বছর পর বিয়ে করতে পারেন তাঁরা।