ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে -এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে তাপপ্রবাহের সম্ভাবনা খুব কম। কিন্তু অস্বস্তিকর গরমের অনুভূতি তীব্র হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় পারদ ফের ৪৫ ডিগ্রি ছুঁতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে দেরি হচ্ছে। তার বদলে বঙ্গে ঢুকেছে উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা শুকনো বাতাস। ফলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে।
অন্যদিকে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। সেখানে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি চলবে। সঙ্গে দমকা বাতাসেরও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।