ফেলুদাকে নিয়ে সিনেমা বা ওয়েবসিরিজ বানানোর স্বত্বাধিকার প্রসঙ্গে রায় শোনালো আলিপুর কমার্শিয়াল কোর্ট। এসভিএফ এন্টারটেনমেন্টের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত জানিয়ে দিল, এই গোয়েন্দা চরিত্র নিয়ে কোনও সিনেমা বা ওয়েবসিরিজ বানানো এবং তার প্রকাশ করার কোনও অধিকার এসভিএফ ব্যতিরেকে অন্য কারও থাকবে না।
তবে ২১, রজনী সেন রোডের এই কিংবদন্তি বাসিন্দাকে আপাতত এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড ছাড়া আর কেউ হাজির করতে পারবে না পর্দায়। এসভিএফ এন্টারটেনমেন্টের তরফে দায়ের করা মামলার প্রেক্ষিতে আলিপুর ডিভিশনের কমার্শিয়াল কোর্ট এই রায় জানিয়েছে। এই প্রসঙ্গে আদালতের তরফে অন্য তিনটি প্রযোজনা সংস্থার ফেলুদা-সম্পর্কিত নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করা হল।
বইয়ের পাতা থেকে পর্দায়, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও যে বেশ জনপ্রিয় এই বাঙালি গোয়েন্দা ‘ফেলু মিত্তির’ সেকথা প্রতিবারই তাঁর আবির্ভাবের সঙ্গে হাতে কলমে প্রমাণিত হয়েছে। বাঙালির প্রিয় গোয়েন্দা যতবারই হাজির হয়েছে পর্দায়, তাঁকে সাদরে গ্রহণ করেছে দর্শকরা। সত্যজিৎ রায়ের সৃষ্টি ‘ফেলুদা’-কে নিয়ে সামান্যতম কাঁটাছেড়া করলেই পাল্লা দিয়ে শুরু হয় নিন্দা এবং বিতর্ক।
ইতিমধ্যেই ‘ফেলুদা’ নিয়ে অসংখ্য ছবি তৈরি হয়েছে। ‘ফেলুদা’ মানেই বাঙালির অহঙ্কারের সঙ্গে কয়েক প্রজন্মের কাছে তাঁদের ছোটবেলাও। এবার, বড়পর্দায় ফিরছে ‘ফেলুদা’। বাঙালি এবং আপামর ফেলুদাপ্রেমীদের জন্য বড়দিনের উপহার’ হিসেবে ফেলুদা ছবির কথা ঘোষণা করল এসভিএফ।