রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দর্শক মহলের একাংশে। ছবিতে দেখা গিয়েছে হিংসে ও উগ্র পুরুষত্ব। যা নিয়ে নিন্দে বিভিন্ন মহলে আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবির একাধিক দৃশ্য।
৫০০ কোটির দিকে জোর কদমে দৌড়চ্ছে অ্য়ানিম্যাল। যদিও সেটা ভারতের বাজারে আয়ের হিসেবে। বিশ্ববাজারে ছবি পেরিয়ে গিয়েছে ৭৮৪ কোটি। প্রাথমিক রিপোর্ট অনুসারে অ্যানিম্যাল তার তৃতীয় শুক্রবারে আয় করল ৭.৫০ কোটি।
১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল। মোট ৫টি ভাষায় মুক্তি পায় সিনেমাটি। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় আর মালয়ালাম ভাষায় এসেছে রণবীর কাপুর ও রশ্মিকা মন্দনার এই ছবি। দক্ষিণের পরিচালক সন্দীপ রেড্ডির অ্যানিম্যাল দিয়েই বলিউডে ডেবিউ করলেন রশ্মিকা। আর প্রথম ছবিতেই মিলল দারুণ সাফল্য। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও ববি দেওল ।