কী হতে চলেছে মহারাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ, এখনও ধন্দে দেশ। শুক্রবার রাতেই একটি ভার্চুয়াল বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, শিবসেনাকে শেষ করে দিতে চাইছে বিজেপি। বিদ্রোহী সেনা বিধায়কদের অভিযোগ, এনসিপি এবং কংগ্রেস শিবসেনাকে শেষ করে দিতে চাইছে। এদিকে, শুক্রবারই শিবসেনা প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মাতশ্রীতে দীর্ঘক্ষণ বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। মূলত শিণ্ডে কোথায়, তা নিয়েই আলোচনা হয়েছে, এমনটাই সূত্রের খবর। শুক্রবার সাংবাদিক প্রশ্নের মুখোমুখি হয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, প্রয়োজনে শিবসেনার সদস্রা লড়াইয়ে রাস্তায় নামবেন। সরকারও আরও ৫ বছর চলবে। একই সুরে সুর মিলিয়েছেন উদ্ধব ঠাকরেও।
এসবের মাঝেই বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে বাকি বিধায়কদের নিয়ে গুয়াহাটি থেকে মুম্বাই ফিরেছেন। এদিকে, একনাথ শিন্ডে মুম্বই পৌঁছনোর পরেই রাস্তায় নামতে পারে শিবসেনা কর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তত্পর মুম্বই পুলিশ। এদিকে, কোনও বড় জাতীয় দলের কোনও যোগাযোগ নেই বলেই জানিয়েছেন মহারাষ্ট্রের বেসুরো বিধায়ক তথা মন্ত্রী একনাথ শিন্ডে।
মহারাষ্ট্রে এখন রাজনৈতিক উত্তাপ চরমে। যুযুধান দুই শিবির । এক দিকে শিবসেনার উদ্ধব ঠাকরের সমর্থকরা । অন্য দিকে একনাথ শিন্ডের নেতৃত্বে দলের বিদ্রোহী বিধাযকরা। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে হঠাত্ই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে।