ফের মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। বর্তমানে ভারতে করোনা ভাইরাস যথেষ্ট নিয়ন্ত্রণে, শিথিল বিধি নিষেধ। এর মধ্যে আবারও করোনা আতঙ্ক। এবার কি এ দেশেও ঢুকে পড়়ল করোনার নতুন প্রজাতি XE?
বুধবার মুম্বইয়ে এক ব্যক্তির দেহে খোঁজ মিলেছে এই নতুন প্রজাতির। চলতি বছরের শুরুতে এই নতুন প্রজাতি XE এর প্রথম খোঁজ মিলেছিল ব্রিটেনে। যদিও পরবর্তী সময়ে সরকারি সূত্রে জানানো হয়, মুম্বইয়েও ওই ব্যক্তির দেহে পাওয়া ভাইরাস করোনার XE ভ্যারিয়েন্ট নয়। ভারতে এখনও পর্যন্ত কোভিডের XE ভ্যারিয়েন্টের কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই দাবি ওই সূত্রের। তবে জানা গিয়েছে ওই ব্যক্তির শরীরে তেমন কোনো উপসর্গ নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এই XE ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করেছে। গত সপ্তাহে হু-এর তরফে জানানো হয়েছে, করোনার এই নয়া ভ্যারিয়েন্ট করোনার পূর্বের যে কোনও স্ট্রেনের তুলনায় দ্রুত সংক্রামক।
উল্লেখ্য, এই XE ভ্যারিয়েন্টটি করোনার দু’টি স্ট্রেন মিলে তৈরি হয়েছে। করোনার বি.এ-১ এবং বি.এ-২ ওমিক্রন স্ট্রেনের মিউটেশনে তৈরি হয়েছে এই নতুন ভ্যারিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার নতুন XE মিউটেশনটি ওমিক্রনের বি.এ-২ সাব ভ্যারিয়েন্টের তুলনায় ১০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়।
তবে করোনার এই নতুন প্রজাতি নিয়ে নতুন করে আবারও চিন্তায় স্বাস্থ্য মহল। স্বাভাবিক ছন্দে চলতে শুরু করেছিল দেশ তার মধ্যেই কি আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ? আশঙ্কায় চিকিৎসকরা।