করোনার থাবায় জেরবার গোটা রাজ্য। এই পরিস্থিতিতে পুরভোট পিছনোর দাবিতে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের করা হয়েছে। পুরভোট মামলার শুনানিতে বৃহস্পতিবার হাইকোর্টে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন চলে। কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারে নি হাই কোর্ট। তাই এখনও বোঝা যাচ্ছে না কি হতে চলেছে আগামী ২২ জানুয়ারির চার পুরনিগমের ভোটের ভাগ্য। মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থাবা বসিয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জনের শরীরে। দেশের পটিজিভিটি রেট বেড়ে হয়েছে ১৩.১১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৮৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন ।
বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১১ লক্ষ ১৭ হাজার ৫৩১ জন রোগী। যা আগের দিনের থেকে প্রায় ১ লক্ষ ৬২ হাজার বেশি। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার ৩৬২ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন । যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৪ হাজার ৮২৫ জন । রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত দেশে প্রায় ১৫৪ কোটি ৬১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে ।