সোমবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে পাঠানো রাজ্যপালের চিঠিতে কী রয়েছে, তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, “রাজ্যপাল সিভি আনন্দ বোসের পাঠানো চিঠিতে তেমন কিছু নেই।”
সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “সেরকম বিশেষ কোনও চিঠি দেননি। উনি বিদেশ সফরের জন্য আমাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন।”
রাজ্যকে পাঠানো রাজ্যপালের চিঠি প্রকাশ্যে আনার দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এটা তো ব্যক্তিগত চিঠি। কনফেডশিয়ালও। আর গোপন চিঠি আমি প্রকাশ করতে পারি না।”