জেলা ব্রেকিং নিউজ

রবীন্দ্রনাথকে নিয়ে এ কি বললেন তৃণমূল বিধায়ক?

রবীন্দ্রজয়ন্তীতে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে তৃণমূল বিধায়ক। আজ ২৫ শে বৈশাখ। বর্ষণমুখর এমন দিনে সকাল থেকেই চলছে কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি। এরইমধ্যে বিশ্বকবিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী।

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে পূর্ব বর্ধমানের ভাতারে তৃণমূলের ব্লক কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন, কবির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। তারপর চলে বক্তৃতা পর্ব। এদিন অনুষ্ঠানে এসে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, ”রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছিল, তাই বাংলার ছেলেরা নোবেল চুরি করেছে। আর সিবিআইও তার কিনারা করতে পারছে না।রাজ্যের পুলিশই চুরি হওয়া নোবেল উদ্ধার করতে পারবে।”

যদিও বিতর্ক শুরু হতেই সাফাই দিয়ে তিনি বলেন, নিছক মজা করেই নাকি ওই মন্তব্য করেছেন তিনি। বললেন, ”রবীন্দ্রনাথের নোবেল চুরি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিবিআই যে তা উদ্ধার করতে পারল না, তা আরও দুর্ভাগ্যজনক। তবে আমি ওই কথা সিবিআইয়ের উদ্দেশে মজা করে বলেছি। আমরা চাই, নোবেল দ্রুত উদ্ধার হোক।”

২০০৪ সালের ২৫ মার্চ বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে নোবেল পদক চুরির ঘটনা প্রকাশ্যে আসে। চুরি হয় আরও ৫০টি মূল্যবান জিনিস । ছ’দিন পরেই তদন্তভার নেয় সিবিআই। কিন্তু সেই তদন্তের কোনো কিনারা হয়নি। উদ্ধারও হয়নি নোবেলের রেপ্লিকাটি। ইতিমধ্যেই সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। এও জানানো হয়েছে, সিবিআই তদন্তভার ছেড়ে দিলে রাজ্য তদন্তে নামতে প্রস্তুত।