কবে থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা? করোনা বিধি সব কিছু যদি খোলা থাকতে পারে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান কেন নয়, প্রশ্ন উঠে আসছে বারবার। করোনা বিধি মেনে, সতর্কতা- সাবধানতা অবলম্বন করে স্কুল খোলার দাবিতে সোমবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মিছিল।
সোমবার সাংবাদিক বৈঠকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে তিনি জানান, কবে স্কুল কলেজ খুলবে তা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার জেরে দীর্ঘকাল পঠনপাঠন বন্ধ। বাড়ছে স্কুল ছুটের সংখ্যাও। সে সব কথা মাথায় রেখে ফের যাতে স্কুলে যেতে পারে পড়ুয়ারা সেই দিকে নজর দেওয়া হবে।
ছাত্রছাত্রীদের এই বৃহৎ সঙ্কটের হাত থেকে বাঁচাতেই শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু উদ্বোধন করলেন “পাড়ায় শিক্ষালয়” প্রকল্পের। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। এদিন তিনি জানান, প্রায় ৬০ লক্ষ ছাত্রছাত্রী এই প্রকল্পের দ্বারা উপকৃত হবে। সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মোট ১২ হাজার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাড়ায় পাড়ায় গিয়ে তারাই ক্লাস নেবেন।’
সোমবার সকালে এসএফআই কর্মীদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিকাশ ভবনের সামনে মিছিল করতে দেখা যায়। পাশাপাশি বনগাঁতেও শিক্ষক, অভিভাবকদের সঙ্গে পড়ুয়ারাও স্কুল কলেজ খোলার দাবিতে মিছিল করে। চারিদিকে উদ্বিগ্ন পড়ুয়াদের অভিভাবকদের উদ্দেশ্যে এদিন শিক্ষামন্ত্রী বলেন, তাদের বিচলিত হওয়ার প্রয়োজন নেই, ধাপে ধাপেই স্কুল খোলার চিন্তা ভাবনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে এ বিষয়টি দেখছেন। যথা সময়ে সব জানানো হবে।