ব্রেকিং নিউজ রাজ্য

কলকাতায় পথ দূর্ঘটনা সম্পর্কে কি বললেন সিপি বিনিত গোয়েল?

রাজ্য সরকারের ফ্লাগশিপ প্রোগ্রাম ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নিয়ে প্রচারে মিলেছে বড় সাফল্য দাবি কলকাতা পুলিশের কমিশনার বিনিত গোয়েলের। কলকাতার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে কলকাতা পুলিশের উদ্যোগে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ এর সূচনা করতে এসে এমনটাই জানালেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল।

কলকাতার মত পুরনো শহরে রাস্তা নতুন করে বড় করা এক প্রকার দুঃসাধ্য। তার উপর পরিবহন বিশেষজ্ঞদের দাবি কলকাতা শহরে জন সংখ্যার অনুপাতে যতটা পরিমান রাস্তা থাকার কথা তা নেই। রাজ্য সরকারের মত ব্রিটিশ আমলের রাজধানী শহরে দিন দিন বাড়তে থাকা জন বসতি ও যানবাহনের চাপে বর্তমান সৃষ্টি হয়েছে। এই প্রয়োজনের তুলনায় কম রাস্তা নিয়ে কলকাতা মত মেট্রোপলিটন শহরে পথ নিরাপত্তা ও মসৃণ যাত্রার ব্যবস্থা করা একটা বড় চ্যালেঞ্জ।

ফি বছর পথ দূর্ঘটনায় মানুষের মৃত্যু আটকানো বরাবর প্রতিটি সরকারের মাথা ব্যাথার বড় কারন। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই সমস্যার উপর নজর দেয় সরকার। শুরু হয় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ -এর মত কর্মসূচি। সারা রাজ্য জুড়ে পথে কেমন ভাবে চলতে হবে তা নিয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে। কলকাতা পুলিস কমিশনার বিনিত গোয়েলের দাবি, ২০২১ -এর মার্চ মাসে কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল ২৫। এবছর মার্চ মাসের শেষে সংখ্যাটা আরো কমে ১৪ হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার আরও জানান, ট্রাফিক সিগনাল মেনে গাড়ি চালানো, রেকলেস ড্রাইভিং না করা, বাইক আরোহীদের বাধ্যতামূলকভাবে মাথায় হেলমেট পরা সহ বিভিন্ন বিষয়ে যাতে পথচারীরা মেনে চলেন সেই বিষয়টি ওপর সজাগ দৃষ্টি রাখবে কলকাতা পুলিশ।