আজ, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রায় প্রত্যেক দিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম আর সেই কারণেই বাড়ছে অন্যান্য খরচ। সেই সঙ্গে বাড়ছে এক জায়গা থেকে অন্য জায়গায় সবজি নিয়ে যাওয়ার খরচ। আর তাই আকাশছোঁয়া সবজি, ফলের দাম। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কম দামে সবজি ও ফল পৌঁছে দিতে সুফল বাংলার মাধ্যমে আরও পরিষেবা বৃদ্ধির কথা বললেন তিনি।
সুফল বাংলার দোকান আছে মোট ৩৩২টি। এ ছাড়া জেলায় ৫০টি স্টল আছে। এই সুফল বাংলার স্টলের সংখ্যা ৩৩২ থেকে বাড়িয়ে ৫০০টি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া সুফল বাংলার স্টল বাজারে বাজারে দাঁড়াবে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত। এর পর দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্তও সুফল বাংলা স্টল খোলা থাকবে। এছাড়াও আগামী দিনে আরও স্টল খোলা হবে বলে জানান তিনি।
এদিন কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দ্রব্যমূল্যবৃদ্ধির কোনও সমাধানে আসছে না। সেই কারণে রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে। রাজ্য সরকারের সুফল বাংলার স্টলে সব রকম সবজি পাওয়া যাবে। রমজান মাসের কারনে আলাদা করে ফল ও খেজুর রাখার কথাও বলেন মমতা।
এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান ব্যবসায়ীদের নজরে রাখতে হবে যাতে কিছু কোন অসাধু ব্যবসায়ী বেশি দামে কোন ফল বা সবজি বিক্রি করতে না পারেন।