রাজ্য লিড নিউজ

আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে কি বলল সিবিআই?

আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের স্বতঃস্ফূর্ত মামলার দ্বিতীয় শুনানি ছিল বৃহস্পতিবার।

সুপ্রিম নির্দেশে এদিন সিল বন্ধ খামে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই। শুরু থেকেই প্রধান বিচারপতির চোখা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে।

স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার বৃহস্পতিবারই ছিল ডেডলাইন। সেখানে কি জানানো সিবিআই? এর মধ্যে ঘটনাস্থলে একাধিকবার গিয়েছেন সিবিআই-এর তদন্তকারী অফিসাররা। ঘটনা স্থলে করা হয় ‘থ্রি ডি স্ক্যানিং’ । কিন্তু তাতে বিশেষ কোনও লাভ হয়নি বলে সূত্র মারফত জানা গিয়েছে। কারণ ‘থ্রি ডি স্ক্যানিং’-এ সেমিনার রুম থেকে সূক্ষ কোনও তথ্য সংগ্রহ করতে পারেননি তদন্তকারীরা।