বেপত্তা সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। তাঁর খোঁজে যখন সকলে ব্যস্ত, সেই সময় অন্তরাল থেকে অডিও বার্তা দিলেন শাহজাহান শেখ।
অডিও বার্তায় তৃণমূল নেতা বলেছেন, “সন্দেশখালির বাসিন্দা এবং তৃণমূলের সৈনিকদের কাছে আমার অনুরোধ সিবিআই ও ইডি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। সকলেই বুঝতে পারছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমায় দমাতে পারলে মনে করছে সন্দেশখালির তৃণমূল দুমড়ে যাবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। আমায় মতো হাজারো হাজারো শেখ শাহজাহান আছে।”
উল্লেখ্য, শেখ শাহজাহানের বাড়িতে শুক্রবার অভিযান চালায় ইডি। কিন্তু বাড়ি ছিল তালাবদ্ধ। তারপর থেকে উধাও শেখ শাহজাহান। সেখানে আক্রান্ত হয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন।