দেশ লিড নিউজ

চিকিৎসাক্ষেত্রে কি ঘোষণা করলেন মোদি?

এবার ঐতিহ্যবাহী ওষুধের পণ্যগুলিকে স্বীকৃতি দিতে আয়ুষ চিহ্ন চালু করতে চলেছে ভারত। এমনটাই ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেশের মানসম্পন্ন আয়ুষ পণ্যগুলিকে বৈধতা দেবে কেন্দ্রের এই পদক্ষেপ।

গুজরাটের মহাত্মা মন্দিরে তিন দিনের গ্লোবাল আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাউথ এবং হু মহাপরিচালক ডঃ টেড্রোস ঘেব্রেইসাস ছাড়াও আরো অনেকে।

জানা গিয়েছে, যে সমস্ত মানুষ বাইরের দেশ থেকে এদেশে ঐতিহ্যগত আয়ুষ চিকিৎসা করাতে আসেন, তাঁদের জন্য এবার আয়ুষ ভিসাও চালু করবে ভারত। ফলে এই চিকিৎসা করানোর জন্য ভারতে আসা অত্যন্ত সহজ হয়ে যাবে বিদেশীদের কাছে। ভারতের আয়ুষ চিকিৎসাকে বিশ্বের বিভিন্ন দেশের কাছে পৌঁছে দিতেই এই পথ বেছে নিয়েছে ভারত।

কিন্তু কী এই আয়ুষ চিকিৎসা পদ্ধতি? আয়ুষ হল পাশ্চাত্য অ্যালোপ্যাথি এবং শল্য চিকিৎসার বিকল্প চিকিৎসা ব্যবস্থার সংক্ষিপ্ত রূপ। আয়ুর্বেদ, যোগ ও প্রাকৃতিক চিকিৎসা, ইউনানি, সিদ্ধ এবং হোমিওপ্যাথি এই সবকটিকে একত্রে আয়ুষ বলা হয়ে থাকে। ক্ষমতায় আসার পর থেকেই দেশে আয়ুষের প্রচারের জন্য সচেষ্ট হয়েছিল বিজেপি। এই চিকিৎসা ব্যবস্থাগুলি প্রচারের জন্য বিজেপি সরকার দ্বারা আয়ুষের একটি পৃথক মন্ত্রকও গঠন করা হয়।