রাজ্য লিড নিউজ

চাকরি বাতিল প্রসঙ্গে কি বললেন বিচারপতি গাঙ্গুলী

সোমবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা উচ্চ আদালত ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে। এদিন মোট ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল ঘোষণা করে দিয়েছে আদালত।

তারপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার হাইকোর্টের রায় প্রকাশ্যে আসার পরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “অত্যন্ত উপযুক্ত এবং সবদিক খতিয়ে দেখে এই রায় দিয়েছে ৷ আমি খুশি ৷ তবে এখন খুশির সময় নয় ৷ এখান থেকে এদের উৎখাত করতে হবে ৷ জোচ্চোর, মিথ্যেবাদী মমতার পদত্যাগ দাবি করছি ৷ অনেকের জীবন নষ্ট হয়েছে। আজকে হাইকোর্ট উপযুক্ত একটা রায় দিয়েছে।”

বিচারপতি থাকাকালীন এই মামলার রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায়, “যতটা কঠোরতা দেখাতে আমি পারিনি, এবারের ডিভিশন বেঞ্চ আরও বেশি কঠোরতা দেখিয়েছে । এরা জোচ্চোর ৷ এদের ফাঁসিতে চড়ানো উচিত। মমতা বন্দ্যোপাধ্য়ায় আজকেই পদত্যাগ করবেন আশা করি ৷ নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে ৷ এটা আমি আশা করতে পারি ৷ আমার ক্ষমতা থাকলে আমি টেনে নামাতাম ৷ এটা একটা নির্ণয়ক অবস্থায় আমরা পৌঁছলাম । এই জোচ্চরদের এখুনি পদত্যাগ চাই ।”