খেলাধুলা

আজই কী হতে পারে ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্টের চূড়ান্ত চুক্তি?

ইস্টবেঙ্গল ও শ্রী সিমেন্ট সংস্থার গাঁটছড়া নিয়ে জট অব্যাহত। গত বছর শেষ মুহূর্তে প্রাথমিক চুক্তিপত্রে সই করে আইএসএল খেলেছিল ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু এরপর গঙ্গা দিয়ে প্রচুর জল গড়ালেও ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের জলঘোলা কম হয়নি। ক্লাবের কর্মকর্তারা দাবি করেছেন চূড়ান্ত চুক্তিপত্রে অনেক অসঙ্গতি আছে, তাতে সম্মতি দিলে সভ্য সমর্থকদের স্বার্থ ক্ষুণ্ন হবে। অপরদিকে লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্ট তাঁদের বক্তব্যে অনড় ছিল। ফলে এক বছরেও দুই পক্ষের মধ্যে চুক্তি জট কাটেনি। ফলে চলতি বছরের দল গঠন শুরুই করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।

সূত্রের খবর, শুক্রবার নতুন চুক্তিপত্র পাঠাতে পারে শ্রী সিমেন্ট। আর কয়েক ঘন্টার মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতি বৈঠকে বসবেন। নতুন চুক্তিপত্র খুঁটিয়ে দেখে যদি সন্তুষ্ট হয়, তবে তাতে সই করে ফের শ্রী সিমেন্টকে পাঠিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হল, এরপরও কতদিন লাগবে দুইপক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হতে? দলগঠন কিভাবে সম্ভব হবে, কারণ ৩১ অগস্ট বন্ধ হচ্ছে ট্রান্সফার উইন্ডো। এত কম সময়ে কি দল গঠন সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজছেন লাল হলুদ সমর্থকরা।

শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ বলছেন, সমস্ত আইনি দিক মিটিয়ে হাতে সময় পাওয়া যাবে মাত্র ১০-১১ দিন। আর তাতেই দল গোছাতে হবে। তবে সবকিছুই নির্ভর করছে ক্লাবের কর্মকর্তারা যদি এই চুক্তিপত্রে সই করেন তো। কারণ লগ্নিকারী সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটাই শেষ সুযোগ। এরপর তাঁরা আর এগোবেন না। ফলে ক্লাব কর্তারা যদি নতুন চুক্তিপত্রে সই না করেন, তবে চলতি বছর ইস্টবেঙ্গল আর কোনও টুর্নামেন্ট খেলতে পারবে না।