২৯ এ পা দিলেন অভিনেত্রী আলিয়া ভাট। ১৯৯৯ সালে মাত্র ছয় বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা দিয়েছিলেন তিনি।‘ সংঘর্ষ’ সিনেমায় প্রীতি জিন্টার শৈশব চরিত্রে অভিনয় করেন ছোট্ট আলিয়া। তারপর দীর্ঘ বিরতি। সেই ছোট্ট গোলগাল মেয়েটি ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় একেবারে দুই নায়কের নায়িকা হয়ে আত্মপ্রকাশ করলেন
করণ জোহার পরিচালিত, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আলিয়ার প্রথম সিনামা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’। এরপর একে একে ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘দিয়ার জিন্দেগি’,এবং ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-তে অভিনয় করেছেন।তাঁর কেরিয়ারে সেরা সিনেমাগুলির মধ্যে ‘হাইওয়ে’ অন্যতম সেরা সিনেমা।
সম্প্রতি, আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। দর্শক মহল থেকে শুরু করে সব মহলেই আলিয়া নিজের দুর্দান্ত অভিনয়ের প্রসংশা কুড়িয়েছেন। বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে এই ছবি।একদিকে ‘গাঙ্গুবাই’য়ের সাফল্য অন্যদিকে জন্মদিন সব মিলিয়ে দারুন মুডে অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি আলিয়ার বেশ কিছু গুণও রয়েছে। খুব সুন্দর চারকোল পেন্টিং করেন আলিয়া। বেশ কয়েকবার চারকোল পেন্টিং-এর প্রদর্শনীও করেছেন অভিনেত্রী। আলিয়ার আরো একটি গুণ রয়েছে যা অনেকেরই অজানা। হাইওয়ে’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে গান গেয়েছেন আলিয়া। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে ,খুব তাড়াতাড়ি বিয়ে করবেন আলিয়া। রণবীর কাপুরের সঙ্গে তার সম্পর্কের কথা কারো অজানা নয়। রণবীরের সঙ্গে সম্পর্ককে অনেক আগেই স্বীকৃতি দিয়ে দিয়েছেন অভিনেত্রী।