রাজ্য

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। সাপ্তাহিক লকডাউন চললেও এই হার কমানো যাচ্ছে না। আগস্ট মাসের দ্বিতীয় সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউনের দিনেই এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ছাড়িয়ে গেল। তার মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার জনের বেশি। এমনকী আক্রান্ত এবং মৃতের সংখ্যা কলকাতাতেই সর্বাধিক। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং উত্তরবঙ্গের মালদহ এবং দার্জিলিং জেলায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে বলে খবর।
এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, এদিন সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও ২ হাজার ৯৪৯ জন নয়া করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সুতরাং মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ৬১৫ জন। সুস্থতার হার ৭০.৩২ শতাংশ। আর অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৮৬ জন। করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের প্রাণ কেড়েছে করোনা। ফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ২ হাজার ৫ জন।
অন্যদিকে রাজ্যের মধ্যে কলকাতায় এখনও পর্যন্ত ২৭ হাজার ২৪১ জন সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় শহরে আক্রান্ত হয়েছেন আরও ৬৮৪ জন। এখনও পর্যন্ত ৯২৭ জন করোনার বলি হলেন। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৮৮ হাজার ৬১১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম প্রতিবেদন অনুসারে, দেশের আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৩টি জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে। এই ১৩টি জেলার মধ্যে আবার পশ্চিমবঙ্গেরই রয়েছে ৫টি। তা হল— হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও উত্তরবঙ্গের মালদা।