দেশ লিড নিউজ

মোদী-মমতা বৈঠকের পরই রাজ্যের হাতে এল ১১ লাখ ডোজ করোনার টিকা

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, সোমবার ওই হাই প্রোফাইল বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে করোনার টিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই এল সুখবর, একদিনের মধ্যেই রাজ্যের হাতে এল প্রায় ১১ লাখ ডোজ করোনার টিকা। বুধবার রাতেই ৯ লাখ ৫৪ হাজার কোভিশিল্ড এসে পৌঁছেছে রাজ্যে। বৃহস্পতিবার সকালে আরও ১ লাখ ৬১ হাজার কোভ্যাক্সিন এসেছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে।

রাজ্যে টিকার জোগান কম হচ্ছে বলে বরাবরই অভিযোগ করে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার দিল্লিতে এই নিয়ে প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সূত্রের খবর, ওই বৈঠকে তিনি রাজ্যে টিকার যোগান বাড়ানোর আর্জি জানান। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই যাতে রাজ্যের অধিকাংশ মানুষকে টিকা দেওয়া যায় সেটাই নিশ্চিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র। দুই দফায় রাজ্যে এসে পৌঁছায় ১১ লাখ টিকার ডোজ। উল্লেখ্য গত ২১ জুন থেকে সব রাজ্যকে বিনামূল্যে টিকা সরবরাহ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু অন্যান্য রাজ্য যেখানে পর্যাপ্ত টিকা পাচ্ছে সেখানে বাংলায় টিকার যোগান কম ছিল। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রী বিধানসভায় রীতিমতো পরিসংখ্যান দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই দরবার করে টিকা আদায় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।