উনিশের পর চোখ ছিল একুশে। কারণ একটাই, বাংলা পাখির চোখ। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আগ্রহ যত না বেশি, তার চেয়েও অনেক বেশি আগ্রহের কেন্দ্রে পশ্চিমবঙ্গ। শুক্রবার বিকেল সাড়ে ৪টেয় সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। তিনি জানান, বাংলায় ৮ দফায় ভোট হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২ মে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে প্রথম দফায় ভোট হবে ২৭ মার্চ। ৩০টি আসনে দ্বিতীয় দফায় ভোট হবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার পার্ট ওয়ান। তৃতীয় দফায় ৩১টি আসনে ভোট। তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।
পশ্চিমবঙ্গে আইএএস অজয় নায়েক মুখ্য নির্বাচন পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব সামলাবেন। অজয় নায়েক বিহার ভোটেরও দায়িত্বে ছিলেন। অনলাইনে মনোনয়ন দিতে পারবেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে সর্বোচ্চ ৫ জন। ভোটদানের সময় বাড়ানো হল ১ ঘণ্টা। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে। সব ভোটকর্মীদের টিকাকরণ হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনে বিশেষ পুলিশ অবজার্ভারও থাকবে। স্পর্শকাতর সব বুথ চিহ্নিত করা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে। বাকি রাজ্যগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে গিয়েছে। আরও বাহিনী মোতায়েন হবে। করোনা রুখতে তত্পর কমিশন। ভিড় এড়াতে প্রতিটি বুথে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার একই সময়ে ভোট দেবেন।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৭ মার্চ—পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান।
দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল—বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান।
তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল।
চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল—হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি।
পঞ্চম দফার ভোটগ্রহণ ১৭ এপ্রিল—উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি।
ষষ্ঠ দফায় ৪৩টি আসন। ভোটগ্রহণ ২২ এপ্রিল—উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু।
সপ্তম দফায় নির্বাচন ৩৬টি আসনে—ভোটগ্রহণ ২৬ এপ্রিল। মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ।
অষ্টম দফায় নির্বাচন ২৯ এপ্রিল। ৩৫টি কেন্দ্র—মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর।
ভোটের ফল ঘোষণা ২ মে।