বাতিল হয়েছে মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার করোনাভাইরাস আবহে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। ১১ জুলাই এই পরীক্ষা হওয়ার কথা। ইতিমধ্যেই নিট–সহ অন্যান্য পরীক্ষা বাতিল করা হযেছে। স্কুল–কলেজ–শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধই রয়েছে। বিভিন্ন রাজ্যে চলছে বিধিনিষেধ থেকে লকডাউন। এই পরিস্থিতিতে জয়েন্ট এন্ট্রন্স পরীক্ষাও বাতিল হওয়ার পথে বলে খবর।
করোনার জেরে বাতিল হয়েছে সিবিএসই’র দশম–দ্বাদশ, আইসিএসই ও আইএসসি পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা না নিয়ে মাধ্যমিক–উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি ঠিক করছে। এই পরিস্থিতিতে জয়েন্ট পরীক্ষা নেওয়া সম্ভব কিনা তা নিয়ে আলোচনা চলছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, ২০২০ সালে কোভিড সংক্রমণ শুরু হওয়ার আগেই পরীক্ষা নেয় জয়েন্ট বোর্ড। সাধারণত পরীক্ষা নেওয়া হয় এপ্রিল মাসে। ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। চলতি বছরে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। সেই কারণে এপ্রিল থেকে পিছিয়ে বোর্ড জুলাই মাসে পরীক্ষা নিতে চেয়েছিল। কিন্তু ফের করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় পরীক্ষা নির্দিষ্ট দিনে নেওয়া যাবে কিনা তা নিয়ে আলোচনা চলছে।