জেলা

বিদেশ ফেরতদের জন্য কড়া হচ্ছে নবান্ন

এবার কড়া ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটছে নবান্ন। বিদেশ থেকে কলকাতায় নামার পরে নিয়ম মেনে হোটেলে– কোয়ারেন্টাইনে না গেলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। বিদেশ থেকে ফিরে যাঁরা হোটেলে না গিয়ে বাড়ি চলে গিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে নবান্ন। কারণ তাঁদের থেকেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে।
এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্যের পুলিশ কর্তারা। রাজ্যের দাবি, বিদেশ থেকে ‘বন্দে ভারত’ উড়ানে ওঠার আগে প্রত্যেক যাত্রী যে ফর্ম পূরণ করছেন সেখানে বলা হয়েছে, কলকাতায় নামলে প্রথম সাতদিন হোটেলে এবং পরের সাতদিন বাড়িতে থাকতে হবে। এমনকী হোটেলে নিজেদের খরচে থাকতে হবে। মুচলেকা যাঁরা দিয়েছেন, তাঁরাই ভারতে ফিরেছেন। তারপরেও কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগ উঠছে তাঁদের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ২৩ জুন কুয়ালালামপুর থেকে বন্দে ভারত প্রকল্পে ইন্ডিগোর উড়ানে কলকাতায় নামেন ১৬৮ জন যাত্রী। তাঁদের বেশিরভাগই শ্রমিকের কাজ করতে গিয়ে আটকে পড়েছিলেন মালয়েশিয়ায়। কিন্তু কলকাতায় ফিরেই আচমকা জানাতে শুরু করেন যে তাঁদের টাকা নেই। তাই হোটেলে থাকবেন না। এখানেই সমস্যা শুরু হয়। ফলে বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে থাকা সংক্রমণ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।
প্রশাসনিক কর্তাদের অভিযোগ, কলকাতায় নামার পরে যাত্রীরা জোর করে বাড়ি চলে যেতে পারেন, এটা আগাম আঁচ করা যায়নি। এমনটা হলে কী করা হবে, তার সমান্তরাল কোনও পরিকল্পনাও ছিল না। এবার আর কোনও ঢিলেমি নয়। কোয়ারেন্টাইনের নিয়ম পালন না করলে কড়া ব্যবস্থার পথেই হাঁটবে নবান্ন।