রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের ফলপ্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার অর্থাৎ ৭ আগস্ট রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিংয়ের ফল বেরিয়ে আসবে। আর তা নিয়ে এখন ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল টেনশন কাজ করছে বলে খবর। দুপুর ১টা নাগাদ ফলপ্রকাশ করা হলেও পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন দুপুর আড়াইটে থেকে।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে খবর, যেসব সাইটে ফলাফল জানা যাবে সেগুলি হল— www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in। ফলাফল এবং র্যাঙ্ক জানার পর ছাত্রছাত্রীরা তাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোডও করে নিতে পারবেন। করোনা আবহে কবে রাজ্য জয়েন্টের ফল বেরবে তা নিয়ে দিশেহারা ছিল ছাত্রছাত্রীরা। তবে এবার জানতে পেরে টেনশন করছেন অনেকে। যদিও এখন গোটা রাজ্য করোনা অসুখ থেকে সেরে ওঠেনি। কখনও সম্পূর্ণ লকডাউন তো কখনও আনলকের মধ্যে দিয়ে কাটলেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
এই বছর ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। লকডাউনের জেরে ফলপ্রকাশ থমকে ছিল এতদিন। সবমিলিয়ে ৬ মাসের মাথায় ফলপ্রকাশ করল বোর্ড। সূত্রের খবর, এবার কাউন্সেলিংও হবে অনলাইনে। ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকায় বসেছিলেন ৮৮,৮০০ পরীক্ষার্থী। ২০১৯ সালে রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ে বহু আসন খালি পড়েছিল। এবার ফলাফলের সঙ্গে র্যাঙ্ক কার্ড দিয়ে দেওয়ার পরিকল্পনা হওয়ায় অনেক আসন ভরবে বলে মনে করা হচ্ছে। যদিও এখন রাজ্যের অবস্থা ভাল নয় কর্মসংস্থানের দিক থেকে। সেখানে এখন কি করা যায় সেটাই দেখার।