রাজ্য

একদিনে দেড় হাজার ছাড়াল করোনা বঙ্গে

রাজ্যের সংক্রমণ বৃদ্ধির হার রীতিমতো চমকে দেওয়ার মতো। একদিনে রাজ্যের আরও দেড় হাজারেরও বেশি মানুষ এই মারণ ভাইরাসের শিকার হয়েছেন। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেল। অর্থাৎ চার দিনে গড়ে ১২০ জন করে রোগী বেড়েছে রাজ্যে। নয়া আক্রান্ত এবং মোট আক্রান্ত উভয়ের নিরিখে এখনও শীর্ষে কলকাতা।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩০,০১৩। তার মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০,৫০০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৯৩২। উত্তর ২৪ পরগনা জেলাতেও আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। আর গত ২৪ ঘণ্টায় কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পরে সবথেকে বেশি করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে।
এদিকে বিশেষজ্ঞদের অভিমত, স্যাম্পেল টেস্ট যত বাড়বে করোনা রোগীর সংখ্যা ততই বাড়বে। সোজা হিসেবে করোনা রোগী চিহ্নিত হবে বেশি। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল টেস্ট হয়েছে ৬,১৭,০৭৯টি। রাজ্যে ৫২টি ল্যাবে ওই টেস্ট চলছে। করোনা রোগীর জন্য কাজ করছে ৮০টি হাসপাতাল। অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ হাজার ৫০০ জন। মোট ৫৮২টি সরকারি কোয়ারেনটিন সেন্টারে আছেন ৪,৭৫২ জন। আর গত একদিনে আরও ২৬ জন করোনার বলি হয়েছেন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩২ জন।
অন্যদিকে, কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৪৯ হাজার ৫৫৩। তার মধ্যে গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ২৮,৬৩৭ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। দেশে মৃত্যু হয়েছে মোট ২২ হাজার ৬৭৪ জন রোগীর।