করোনার জেরে স্কুল বন্ধ মার্চ থেকে। ৩০ নভেম্বর পর্যন্ত তা বন্ধ রাখার ঘোষণা করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী। বাতিল করা হয়েছে সব পরীক্ষা। তাহলে কোন মূল্যায়ণের ভিত্তিতে নতুন ক্লাসে উঠবে পড়ুয়ারা? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। তবে সেই পদ্ধতি এবার ঠিক করে ফেলল বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর। ঠিক হয়েছে, সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট ভিত্তিতে মূল্যায়ণ হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়াদের।
সোমবার মূল্যায়ণ পদ্ধতির বিস্তারিত জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে। ঠিক হয়েছে, প্রতি সপ্তাহের প্রথমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির পড়ুয়াদের কাজ দিয়ে দেওয়া হবে। সব কটি বিষয়ের উপর থাকবে সংক্ষিপ্ত ও বিশ্লেষণমূলক উত্তরের প্রশ্ন। সাদা পাতায় সপ্তাহ শেষে তা লিখে স্কুলে জমা দিয়ে আসতে হবে পড়ুয়াদের। চাইলে তারা নিজেরা না গিয়ে অভিভাবকদের হাতে অথবা অনলাইনেও উত্তরপত্র জমা দিতে পারে। প্রতি সপ্তাহে এরকম তিনটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে পড়ুয়াদের।
উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর, কোন শিক্ষক কোন অ্যাসাইমেন্ট দিচ্ছেন, পড়ুয়াদের উত্তরপত্র, প্রাপ্ত নম্বর এবং শিক্ষকের মন্তব্য—সব কিছুর রেকর্ড রাখতে হবে স্কুলে। ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা পদ্ধতি শেষ করে পড়ুয়াদের পরবর্তী ক্লাসে ওঠার জন্য ফলপ্রকাশ এবং এবারের শিক্ষাবর্ষ শেষ করে দিতে। নতুন সিলেবাসের উপরেই এবার শুরু হচ্ছে অ্যাসাইনমেন্ট।