আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

সপ্তাহান্তেই শীতের দাপট? জানাল হাওয়া অফিস

শীত চলে এলেও এখনও সেভাবে ঠান্ডা দাপট দেখায়নি বঙ্গে। তবে সপ্তাহান্তেই শীতের আমেজ বেশ ভালো ভাবেই অনুভূত হবে, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন কেমন থাকবে শহর তথা রাজ্যের আবহাওয়া?

হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার, আকাশ থাকবে রোদ ঝলমলে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৪৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৯৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৯ শতাংশ।

কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও, জেলায় জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে। সপ্তাহান্তে চার থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে শহরের পারদ। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। আগামী সোমবার পর্যন্ত আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

পরবর্তী তিন দিনে রাজ্যের প্রায় প্রতিটি জেলারই তাপমাত্রা কমবে। অন্যদিকে, উত্তরবঙ্গে ঠাণ্ডা বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে। দার্জিলিং-এ তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।