ব্রেকিং নিউজ রাজ্য

Weather Update: কবে থেকে রাজ্যে বৃষ্টি?

কয়েক সপ্তাহ ধরেই ভ্যাপসা গরমে নাকাল শহরবাসী। তাপমাত্রা খুব একটা বেশি না হলেও অস্বস্তি বাড়াচ্ছে অত্যাধিক আপেক্ষিক আর্দ্রতা। আজও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। ফলে গুমোট গরম বাড়াবে অস্বস্তিও।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। আজও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই শহর কলকাতাতে।তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের বেশ কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬০ শতাংশ।

আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আলিপুরদুয়ার ও কোচবিহারে হতে পারে অতিভারী বৃষ্টিপাতও। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আটকে রয়েছে। দক্ষিণবঙ্গে কোনওরকম নিম্নচাপ সৃষ্টি না হওয়ায় মৌসুমি বায়ু প্রবেশের ক্ষেত্রে আরও দেরি হচ্ছে বলেই জানা যাচ্ছে। পূর্ব উত্তরপ্রদেশে এবং রাজস্থান ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলেই মনে করছে আবহবিদরা।