হাঁসফাঁস গরমে কার্যত নাভিশ্বাস অবস্থা রাজ্যবাসীর। ইঙ্গিত ছিল, শুক্রবার থেকে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বাড়তে পারে। একইসাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়। পশ্চিমী ঝঞ্ঝার কারণে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা। চলতি সপ্তাহ থেকেই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটবে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে নিম্নমুখী।রবিবার থেকে ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। আগামী বুধবার থেকে নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আজ থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও ভোরের দিকে শহর কলকাতায় হালকা শীতের আমেজ রয়েছে। দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। সকালের দিকে আকাশ রোদ ঝলমলে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় এদিন বিকেলে থেকেই বৃষ্টি হতে পারে। এদিকে, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।