তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। এখনও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলা যত হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো একাধিক প্রান্তে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাব থাকবে আগামী দুদিন তবে বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। ফলে নাকাল করা গুমোট গরম উধাও হয়ে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের অবস্থান করছে। আর সে কারণেই দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে এক নাগাড়ে ভারী বৃষ্টি হয়ে চলেছে। আগামী দিনে সেই বৃষ্টি আরো বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ের জেলাগুলিতে। বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। তবে আশার কথা, আগামী ১৪ থেকে ১৬ ই জুনের মাঝে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। উত্তরবঙ্গেও রয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলে আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার শহরে বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। আকাশ মেঘলা থাকবে। রোদের তেজ বজায় থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৬ শতাংশ।