কনকনে শীতে কাঁপছে গোটা বাংলা। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকে নিচে থাকার সম্ভাবনা রয়েছে। তবে ৮ জানুয়ারির রবিবারের পর থেকে তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।
• শীতল দিন:
আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি। গতকাল এই তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি।
• রেকর্ড তাপমাত্রা:
গত পাঁচ বছরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। পাঁচ বছরে এই প্রথম ১০ ডিগ্রীর ঘরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় ২০১৮ সালে তাপমাত্রা নেমেছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত দশ বছরে এই নিয়ে দ্বিতীয় বার ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা ঢুকলো কলকাতায়।
• শীতের স্পেল:
হওয়া অফিস জানাচ্ছে জাঁকিয়ে শীতের স্পেল চলবে আরো সাতদিন। শনিবার পর্যন্ত কনকনে ঠান্ডা জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্য প্রবাহের মত পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দু’এক জেলায় ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে তবে আকাশ পরিষ্কার থাকবে। অবাধে উত্তুরে হওয়া বইছে। জমিয়ে শীতের স্পেল আগামী টানা ৬ থেকে ৭ দিন এই জমিয়ে শীতের স্পেল চলবে।
• কলকাতার আবহাওয়া:
আজ কলকাতায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৯১ শতাংশ।
• সিস্টেম:
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। ৭ই জানুয়ারি ও ১০ই জানুয়ারি দুটি পশ্চিমী ঝঞ্ঝা বইবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
• শৈত্য প্রবাহ:
শৈত্য প্রবাহ রয়েছে জম্মু ডিভিশন পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশে। শৈত্য প্রবাহের পরিস্থিতি চন্ডিগড় দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশেও। রাজস্থানের কোথাও কোথাও চরম শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে রাজস্থানের বেশ কিছু এলাকায়।