রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে গতকাল থেকেই। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। আজ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে হালকা থেকে ভারী বৃষ্টিপাত। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮° সেলসিয়াস।
আজ সারাদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরের সবকটি জেলায়। একইরকম বৃষ্টি চলবে শনিবার সরস্বতী পুজোর দিনও। আগামী দুদিন দিনের তাপমাত্রা বাড়লেও কমবে রাতের তাপমাত্রা।বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে ঢোকায় বেশ অনেকটাই বেশি থাকবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ।
অন্যদিকে, আজ সকালের মধ্যেই উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া , হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, , পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান , ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদীয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিনবঙ্গের সবকটি জেলাতেই চলবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। তবে শনিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বাগদেবীর আরাধনার ঠিক আগের দিনই ভারী বৃষ্টি নামায় বেশ বিপাকে বঙ্গবাসী। আজ মূলত সমস্ত বাজারগুলিতে পুজোর উপকরণ কেনার জন্য মানুষের ঢল নামার কথা।পাশাপাশি প্রতিমা শিল্পী থেকে শুরু করে দশকর্মা ও ফলের দোকানদারদের কিছু লাভের মুখ দেখার আশা ছিল। কিন্তু বৃষ্টিতে সেসবই পন্ড হওয়ার উপক্রম।