শীতের দেখা নেই, এর মধ্যে আবার নিম্নচাপের আশঙ্কা। ২৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণ আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত গঠনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি পশ্চিম-উত্তর দিকে অগ্রসর হয়ে আগামী দুই দিনের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী দুই দিনের মধ্যে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আপাতত সারা বাংলা জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। হাওয়ার শক্তি ধীরে ধীরে বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রার দ্রুত হ্রাস লক্ষ্য করা গেছে। পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ অনেক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে গেছে।আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। আকাশ অনেকটা পরিষ্কার থাকবে। আকাশ মাঝে মাঝে মেঘলা থাকতে পারে তবে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শীত বেশ বাড়তে শুরু করেছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এইজেলাগুলোতে ঘন কুয়াশা দেখা যাবে।